বদলগাছীতে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নওগাঁ জেলার বদলগাছীতে এক কেজি পাঁচশো গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি শামীম হোসেন (৩২) বদলগাছী উপজেলার পাত্রাবাড়ি গ্রামের সামছুল আলমের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: আতিয়ার রহমানের সার্বিক তত্বাবধানে ও নেতৃত্বে বদলগাছী থানার এসআই তুহিন আহম্মেদ, এসআই মেহেদী হাসান, এএসআই মো: জালাল উদ্দিন ১৫ জুন,২০২২ খ্রিঃ তারিখে অভিযান পরিচালনা করে বদলগাছী থানার জগন্নাথপুর গ্রামের জনৈক মো: আজিজুল ইসলাম এর বসতবাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার পাশ হতে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আসামী মো: শামীম হোসেন মন্ডল(৩২) কে গ্রেফতার করে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি) আতিয়ার রহমান জানান,উক্ত আসামীর বিরুদ্ধে বদলগাছী থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।