ভালুকায় উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
পবিত্র মাহে রমজান উপলক্ষে সল্প মুল্যে টিসিবির পন্য বিক্রয় ও বিতরণের লক্ষে ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন টিসিবির পন্য সুষ্ঠ সুন্দরভাবে বিক্রয় ও বিতরণের লক্ষে ব্রিফিং করেন। তিনি বলেন উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৩৬টি স্থানে নির্দিষ্ট ডিলারের মাধ্যমে ১২ হাজার ২শত ৪জন উপকার ভোগীদের মাঝে ছোলা, ডাল, সয়াবিন তৈল ও চিনি বিক্রয় করা হবে।
এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার ( ভুমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।