লোহাগাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, কনজুমারস অ্যাসোসিয়েশন লোহাগাড়া শাখার সভাপতি শাহনেওয়াজ চৌধুরী শাহিন, সাধারণ সম্পাদক ডাঃ কামাল উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বক্তাগণ ভোজ্য তেল, ওষুধ, চিকিৎসা সামগ্রী চিকিৎসকদের ফিস ভোক্তাদের সহনশীল পর্যায়ে রাখাসহ আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখার আহবান জানান। প্রয়োজনে বেশী বেশী মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্ব দেয়া হয় এ আলোচনা সভায়।