শেরপুরে জেলা কৃষক লীগের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
"১৫মার্চ কৃষক হত্যাদিবস" উপলক্ষে শেরপুর জেলা কৃষক লীগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামাত জোট সরকারের আমলে ১৯৯৫ সালের মার্চ মাসে সার কিনতে গিয়ে নির্মমভাবে নিহত ১৮ জন শহীদ কৃষকের স্বরণে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ গেট থেকে র্যালিটি শুরু করা হয়। র্যালিটি শহরের খরমপুর, কেন্দ্রীয় শহীদ মিনার, থানা মোড়, বটতলা, ভিসি গেইট হয়ে কলেজ মোরে এসে শেষ হয়। র্যালি শেষে কলেজ মোরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি মো.আব্দুল কাদির, জেলা আ'লীগ নেতা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি মো. ছানোয়ার হোসেন ছানু, সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম মিজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খোরশেদ আলম ইয়াকুব, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল।
এসময় জেলা আ'লীগের সাবেক সহ-সভাপতি মো. আঃ খালেক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস কুমার সাহা, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. নমশের আলম, আব্দুর রহমান চান, সালাহউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেবু খাঁন, শ্রীবরদী উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ঝিনাইগাতী উপজেলার সভাপতি মো. সাজু মিয়া, নকলা উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. আঃ মন্নাফ খান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।