দারুল কোরআন মুসলিম একাডেমি আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
দারুল কোরআন মুসলিম একাডেমি আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১২ মার্চ ২০২২ শনিবার দারুল কোরআন মুসলিম একাডেমি মাঠে বা.কৃ.বি চত্বরে অনুষ্ঠিত হয়। একাডেমি ব্যবস্থপনা কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল হালিম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড.মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ময়ময়সিংহ বিভাগের পরিরচালক জনাব ফরিদ আহমদ। স্বগত ব্যক্তব্য রাখেন দারুল কোরআন মুসলিম একাডেমি ব্যবস্থপনা কমিটির সাধারণ সস্পাদক কৃষি অনুষদের ফসল উদ্ভিদ বিভাগের প্রফেসর ড. মোঃ আশরাফুজ্জামান। পরে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তোলে দেওয়া হয়।