রাজবাড়িতে পুকুরে ডুবে দুই জমজ বোন টাপুর-টুপুরের মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুকুরে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) বিকেল ৩টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত শিশুরা হলেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইসহাক শেখের পাড়ার হোসেন শেখের মেয়ে টাপুর ও টুপুর (১০)। তারা স্থানীয় মুন স্টার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, নিহত শিশুদের মা-বাবা আলাদা থাকেন। তারা নানির কাছে থাকত। আজ শনিবার (১২ মার্চ) দুপুরে স্কুল থেকে বাড়িতে ফিরে তারা গোয়ালন্দ উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরে আর কেউ ছিল না। নানি তাদেরকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির অদূরে পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার জানান, পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।