শ্যামনগরে উপজেলা ডিএসএফ কমিটির ওরিয়েন্টশন
রবিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নিজস্ব হল রুমে মেটারনাল হেলথ প্রোগ্রাম,এম.এন.সি এন্ড এ.এইচ ঢাকার সহায়তায় উপজেলা ডিএসএফ কমিটির এক দিনের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত। প্রধান অতিথি বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সাথে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা প্রদানের মান ভাল বলে উল্লেখ করেন। এ ছাড়া তিনি গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভেরী করার উপর গুরুত্বারোপ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসএফ সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব কুমার দে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মন্ডল ভূপতি ভূষণ। দুঃস্থ অসহায় সুবিধা বঞ্চিত গর্ভবতী মহিলাদের গর্ভকালিন সুবিধা সমূহ ওরিয়েন্টশনে বক্তারা তুলে ধরেন।