চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ট্রাকচালক মোহাম্মদ আজাদ গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
স্থানীয় পুলিশ জানায়, চট্টগ্রামমুখী নাটোর থেকে আসা পিকনিক বাসের সাথে বিপরীতমুখী গম বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক আজাদ গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে পাঠানো হয়েছে। পিকনিক বাসের যাত্রীরা অন্য গাড়ি করে তাদের গন্তব্য উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। বর্তমানে দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।