ইউপি চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীর চারঘাট উপজেলার ৫নং চারঘাট ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (ফজল) বার্ধক্য জনিত কারণে অসুস্থ থাকায় ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তারই ধারাবাহিকতায় তিনার রোগমুক্তি কামনায় আজ শুক্রবার (৪ মার্চ) জুমার নামাজের পর অত্র ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয় গুলোতে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা মাহাতাব হোসেন সরকারের সার্বিক সহযোগিতায় এবং অত্র ইউনিয়নের জনসাধারণের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।
এ সময় মাহাতাব হোসেন সরকার বলেন, ফজলুল হক একজন প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। আমরা আল্লাহ'র নিকট তার রোগ মুক্তি কামনায় দোয়া প্রার্থনা করছি। তিনি যেন দ্রুত সময়ের মধ্যে আরোগ্য লাভ করে আমাদের মাঝে আবার ফিরে আসে সেই প্রত্যাশাই করি।