কলমেঃমুহাম্মদ রাকিব
বিদায় বেলায় কি লিখে সান্তনা দিব তোমায় ভালোবাসার ফাগুনে আগুন জ্বেলে
চলে তো যাচ্ছ মোরে একা ফেলে!
ওহে করুণ সুরের বাশি কেন গায় মোর হৃদয়ে?
তুমিই বলো?
কত আলোকবর্ষ পেরিয়ে গেলে
প্রিয়া তোমাকে ভূলে থাকা যায়,
কতটা অসাক্ষাৎতে ভালোবাসা মরে যায়!
তুমি যে মোর হৃদয়ের শ্যামবর্ণা
নাইবা হলে রূপসী কন্যা;
কাঁজলটানা হরিণচোঁখে
সৌনালি রং মাখিয়াছ গায়ে!
তবু একবার বলো?
ভালোবাসতে আর কত অশ্রুর প্রয়োজন
মহাসাগরকে ভাসিয়ে-ডুবিয়ে
মৌন কঠিন পর্বতকে ছুঁতে।
এও কি সম্ভব!
তুমিই বলো?
খদ্যোৎ হয়ে এসো প্রিয়তম নিশীতে
সরোদনে হয়ে ভাসো আঁখিপাতে,
আমার মনাঞ্চলে শুধুই তোমারই বসতি!
আমি অপেক্ষারত তোমারি সনে
আসবে নিরবে নির্জনে!