টিকা কেন্দ্রে সংগীতানুষ্ঠান
রংপুরের মিঠাপুকুর উপজেলায় টিকা কেন্দ্রে গানের আসর বসিয়ে টিকা কর্মী,স্বেচ্ছাসেবক ও টিকা গ্রহীতাদের আনন্দ উৎসাহ দেওয়া হয়েছে। আজ সারাদেশের মতো মিঠাপুকুরেও ৩৪ হাজার নাগরিক কে টিকা দেওয়া লক্ষে টিকা কার্যক্রম পরিচালনা করা হয়।উপজেলার ১৭ ইউনিয়নের ৩৪ টি কেন্দ্রে একাধিক বুথ করে টিকা দেওয়া হয়।
টিকা কর্মী, স্বেচ্ছাসেবক ও কর্মীরা যাতে বিরক্ত ও ক্লান্তি বোধ না করেন এজন্য টিকা কেন্দ্রে সংগীতানুষ্ঠানের আয়োজন করেন উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলকে উৎসাহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,রাশেবুল হোসেন সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।
সংগীত পরিবেশন করেন রংপুর মিউজিক লিংকের শিল্পীরা। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল টিকা কার্যক্রম পরিদর্শন করেছেন। করোনা চিকিৎসক ডা এম এ হালিম লাবলু জানান ৩৪ হাজার নাগরিক কে টিকা দেওয়ার লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছিল।কতজনকে টিকা দেওয়া হয়েছে জানা সম্ভব হয়নি। কারন এ রিপোর্ট লেখা পর্যন্ত টিকা দেওয়া চলমান ছিল।