হালদা নদীতে ২হাজার মিটার ঘেরা জাল জব্দ
দেশে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ২হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলমের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জালে আটকে থাকা ২টি রুইকাতলা মাছ নদীতে অবমুক্ত করা হয়েছে।
জানাযায়, অভিযান চালিয়ে একদিকে জাল জব্দ অন্যদিকে ফের নতুন জাল বসিয়ে মাছ শিকার করছে দুষ্কৃতকারীরা। এ যেন এক প্রতিযোগিতায় নেমেছে মাছ শিকারিরা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত চলে আসছে এই খেলা। ফলে মা মাছ ও ডলফিনের অবাধ বিচরণের পরিবেশ নষ্ট হচ্ছে।
এবিষয়ে ইউএনও শাহিদুল আলম বলেন, হালদার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। জালে আটকে পড়া দুটি (১টি রুই, ১টি কাতল) মাছকে অবমুক্ত করে দেয়া হয়। মা-মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় হালদায় নিয়মিত কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।