লোগোতে পরিবর্তন আনছে "গুগল ক্রোম"
আট বছর পরে লোগোতে কিছুটা পরিবর্তন আনছে গুগল ক্রোম। তবে কোথায় কি পরিবর্তন হয়েছে সেটা খুঁজে পেতে যে কারো ঘাম ছুটতে পারে। গুগল ক্রোমের পরিবর্তন বোঝার জন্য আপনাকে পুরনো ও নতুন লোগোটিকে ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে। গুগল ক্রোমের ডিজাইনার অ্যালবিন হু এই নতুন ব্রাউজার এর লোগোর ছবি শেয়ার করেছেন।
নতুন লোগো তে থাকছে একটি বড় নীল সার্কেল এবং পুরনো লোগোর থেকে আরও একটু পরিচ্ছন্ন ডিজাইন। ক্রোমের নতুন লোগো তে যে রং ব্যবহার করা হয়েছে সেগুলো বেশ প্রাণবন্ত এবং লোগোটিকে জীবন্ত দেখাচ্ছে। নতুন লোগোর প্রতিটি রঙের বর্ডারে কোন শ্যাডো নেই সে কারণে রংগুলোকে ফ্লাট দেখাচ্ছে।
এলভিন হু এ বিষয়ে বলেন, আমরা গুগলের আরো আধুনিক ব্র্যান্ড এক্সপ্রেশনের সঙ্গে সারিবদ্ধ করার জন্য শ্যাডো সরিয়ে অনুপাত পরিমার্জন এবং রংগুলোকে উজ্জ্বল করে প্রধান ব্র্যান্ড আইকনটি কে সাদামাটা করেছি।