মুক্তাগাছায় বই বিনিময় উৎসব
পাঠকের পড়া হয়ে গেছে এমন বই দিয়ে নিতে পারবেন না পড়া বই- এমন চিন্তা থেকে বই বিনিময় উৎসবের আয়োজন করে জেএন লুমিনাস মুক্তাগাছা। রবিবার বিকেলে মুক্তাগাছা উপজেলা পরিষদ অঙ্গনে 'বই বিনিময় উৎসব' উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর।
জেএন লুমিনাসের প্রতিষ্ঠাতা জান্নাতুল নাঈম চঞ্চল জানান, এই আয়োজন করতে গিয়ে শুরুতে মনে হয়েছিলো খুব একটা সাড়া পাবো না আমরা। তবে প্রচুর বইপ্রেমীর আগমন হয়েছে এখানে। উৎসবে বই প্রেমীদের ব্যাপক সাড়া পাওয়ায় ভবিষ্যতে এই ধরণের আয়োজন আরো বড় পরিসরে করার প্রত্যাশার কথা জানান সংগঠনের পরিচালক। বই বিনিময়ের পাশাপাশি আয়োজনে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।