মাগো তোমার মত ধরণীর বুকে
আবু জামাল
মাগো তোমার মত ধরণীর বুকে
নেই কেউ এমন আপন,
তোমার স্নেহের মায়ের পরশে
ধন্য এ ত্রিভুবন।
তোমার কোলে মাথা রাখলে
মনে হয় সুখের নিবাস,
শান্তি কোথাও মিলেনা আর
কিভাবে করব প্রকাশ।
তুমি আমায় অতি যত্নে
লালন পালন করেছো বিনা লাভে,
নিজের সুখ বিলিয়ে দিলে
সন্তানের জন্য অকাতরে।
তোমার উছিলায় এ জগতে এসে
পূর্ণ হলো সকল আশা,
নিরাশার মাঝে তুমি দিয়েছো
আমায় শুধু ভরসা।
আমার কষ্টে তোমার কষ্ট
বোঝার কেউ নেই দ্বিতীয়,
লাঘব করলে কষ্ট যত
তুমি প্রতিনিয়ত।
অসুখ হলে শয্যা পাশে
জেগে তুমি দিবা রাতি,
সেবা করেছ সুনিপুণ মায়ায়
কামনা করেছ মুক্তি।
তোমার ঋণ জগত সংসারে
শোধাতে পারবে কি কেউ,
কষ্ট তোমায় দিলে সবার
ফুসলে উঠবে দুখের ঢেউ।
তোমার মত এমন ত্যাগী
পৃথিবীতে আর নেই কোনো,
তোমার বুকে কামনা শুধু
মরণ হয় যেন।
সকল বিপদ মিইয়ে যায়
যদি তাকাই তোমার মুখপানে,
তুমি মাগো আমার জীবনে
সকল বাঁধার সাকোঁ।
যতন তোমার তেমন করে
করতে পারনি কিছুই,
তাই বলে কখনও তুমি
অমঙ্গল কামানা করনি মোটেও।
নিজের খাবার আমার মুখে
তুলে দিলে না খেয়ে,
কষ্ট যত হোক সন্তান যেন
কখনও ভুখা না থাকে।
মাগো তুমি চলে গেলে
কে শোনাবে সুখের বাণী,
ভাবতেই মনে ধুকরে ওঠে
সকল ব্যাথার গ্লানি।
………………………………