Anushka Sharma: ভামিকা হওয়ার পরে আরও বাড়ছে গ্ল্যামর!
মা হওয়ার পর থেকে গ্ল্যামর যেন আরও বেড়ে গিয়েছে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার। আজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অনুষ্কা যে ছবি শেয়ার করেছেন, তা দেখে মুগ্ধ নেটিজেনরা।ক্যান্ডিড ক্লিকে গ্লো করছেন ভামিকার মা অনুষ্কা।সাদা টি-শার্ট এবং ব্লু ডেনিমে তাঁর স্নিগ্ধতা অবর্ণনীয়।
অনুষ্কার পোস্ট করা ছবিতে গ্লো করছেন বিরাট-পত্নী। বরাবরই বিভিন্ন জায়গায় গিয়ে রৌদ্রস্নাত ছবি পোস্ট করেন অনুষ্কা। এ বারেও সেই একইভাবে একটি ছবি শেয়ার করে নিয়েছেন সকলের সঙ্গে।নিওন সবুজ বিকিনিতে 'সেক্সি মাম্মা' অভিনেত্রী অনুষ্কা শর্মা। ফের একটি স্নিগ্ধ রৌদ্রস্নাত ছবি। অনুষ্কার পরনে কালো স্টাইলিশ টপ এবং ব্লু ডেনিম।.
নিজের বাড়ির ড্রয়িংরুমে রোদ পোহাচ্ছেন অভিনেত্রী। এ ছবি ভামিকা পৃথিবীর আলো দেখার আগের। সাদা টি-শার্ট এবং প্রিন্টেড শর্টসে অনুষ্কা শর্মা।
বিরাট কোহলির সঙ্গে বাইরে গিয়েছিলেন খেলার সময়ে। তখন অনুষ্কা অন্তঃস্বত্ত্বা। ছবিতে বেবি-বাম্প আগলে রেখেছেন।