Satkhira: শ্যামনগরে কৃষি সেবা নিরবিচ্ছিন্ন ভাবে পৌঁছাতে সভা
বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিজস্ব হল রুমে চলতি বোরো মৌসুমে সরকারের কৃষি উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি উপকরণ ও কৃষি সেবা সমূহ কৃষকের নিকট নিরবিচ্ছিন্নভাবে পৌঁছানোর লক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার , শিক্ষক রনজিৎ বর্মন।