Satkhira: শ্যামনগরে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ক সভা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার সকালে নকশীকাঁথার আয়োজনে ভিএসওইন বাংলাদেশের সহায়তায় ক্ষুদ্র উদ্যোক্তা তৈরীতে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করণ বিষয়ক সভার আয়োজন করা হয়।
সেভ ফুড প্রমোশন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। প্রধান অতিথি বক্তব্যে ব্যবসায়ী ও কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করণের আহব্বান জানান।
নকশীকাঁথার সভাপতি শাহানা হামিদের সভাপতিত্বে ও নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানাজীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব কুমার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব বিশ্বাস, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, সাংবাদিক রনজিৎ বর্মন, সহ-অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ প্রমুখ।