Robbery: একরাতে দুই বাড়িতে ডাকাতি
মানিকগঞ্জের সিংগাইরে একরাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে। বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং ধারালো অস্ত্র দিয়ে হাটুতে আঘাত করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।
বুধবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামের দুই বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মোঃ নুর উদ্দিনের বাড়িতে অজ্ঞাতনামা ৮/১০ জনের ডাকাতদল বাড়ির গেইট ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় নুর উদ্দিন ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ৬৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়। অপরদিকে পার্শবর্তী শাকিল খানের বাড়িতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তার স্ত্রী মর্জিনা বেগম(৩৩) কে জিম্মি করে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুটে নেয়। এসময় মর্জিনা বেগমের হাটুতে অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাতরা পালিয়ে যায়। মর্জিনা বেগম বর্তমানে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
ঘটনাটি সিংগাইর থানা পুলিশকে অবগত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।