Dinajpur District Jail: দিনাজপুর জেলা কারাগারে কয়েদীর মৃত্যু
দিনাজপুর জেলা কারাগারে চেক জালিয়াতি মামলায় দেড় বছর সাজা পাওয়া এক কয়েদির মৃত্যু ।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর আজ বুধবার দুপুরের দিকে তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মৃত্যু সফিকুল ইসলাম(৫০) দিনাজপুর বিরামপুর উপজেলার চকপাতলা গ্রামের হাসান আলীর ছেলে।
দিনাজপুর জেল সুপার মোকাম্মেল হোসেন তথ্য নিশ্চিত করেছেন।
জেল সুপার মোকাম্মেল হোসেন জানায়, চেক জালিয়াতি মামলায় সফিকুলকে দেড় বছরের সাজা দেন বিচারক। গত বছরের ২৩ জুলাই তাকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। মঙ্গলবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে পড়ে যান তিনি।
তিনি আরো জানান, সফিকুল ইসলামের বিরুদ্ধে ১৬ লাখ ও ৩ লাখ টাকার ২টি চেক জালিয়াতির মামলা হয়। রায়ে তাকে দেড় বছরের সাজা দেন বিচারক। গত বছরের ২৩ জুলাই তাকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। মঙ্গলবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে তিনি আর ফেরত আসেননি। খোঁজ করতে গিয়ে দেখা যায়, তিনি টয়লেটে পড়ে আছেন।
তাকে টয়লেটে থেকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।