নওগাঁয় প্রাইভেটকার চাপায় এক নারীর মর্মান্তিক মৃত্যু
নওগাঁ জেলার মহাদেবপুরে প্রাইভেটকারের চাপায় রাবেয়া খাতুন (৪০) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৬ জানুয়ারি,বুধবার দুপুরের দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী সড়কের বাগাচারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী মহাদেবপুর উপজেলার সরাইল গ্রামের আহম্মদ আলীর স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়,বুধবার দুপুর ১টার দিকে রাবেয়া খাতুন রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন। রাস্তা পার হওয়ার সময় রাজশাহী থেকে নওগাঁগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাবেয়া খাতুনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা প্রাইভেটকারটি আটক করে। কিন্তু কৌশলে চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে প্রাইভেটকারটি স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে যায়। প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।’
ওসি আরো জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় (ইউডি) মামলা দায়েরের করা হয়েছে।