Barguna: বাবা হলেন ক্রিকেটার যুবরাজ সিং
ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং বাবা হয়েছেন। মঙ্গলবার তাঁর স্ত্রী অভিনেত্রী হ্যাজেল কিচ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন যুবরাজ নিজেই।
টুইটারে যুবরাজ লিখেছেন, ‘আমি আমার সব ভক্ত, বন্ধু এবং পরিবারের সবাইকে একটা খবর জানাতে চাই।
সেটা হলো আমাদের পরিবারে এক পুত্রসন্তান এসেছে। আমরা উচ্ছ্বসিত হয়ে এই খবর জানাচ্ছি। আমাদের আশীর্বাদ করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ’
যুবরাজ আরো লিখেছেন, ‘এই শিশুকে পৃথিবীতে আমরা স্বাগত জানাচ্ছি। আশা করব, সবাই এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। হ্যাজেল ও যুবরাজের পক্ষ থেকে ভালোবাসা। ’
২০০০ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন যুবরাজ। ২০০৭ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েন তিনি।
২০১১ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিনি দলকে জেতান বিশ্বকাপ, নিজে জেতেন টুর্নামেন্ট-সেরা খেলোয়াড়ের খেতাব। ২০১৬ সালে বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেন যুবরাজ। এরপর তিনি ২০১৭ সালে ভারতীয় দলে সর্বশেষ ম্যাচটা খেলে অবসরে যান।