Mufti Harun: হেফাজত নেতা মুফতি হারুন ইজহারের জামিন
চট্টগ্রামের হাটহাজারীর সহিংসতার মামলায় হেফাজত ইসলামের নেতা মুফতি হারুন ইজহারকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট।
হেফাজত নেতা মুফতি হারুন ইজহারের জামিন মঙ্গলবার (২৫ জানুয়ারি) হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মজিবুর রহমান।
গত বছরের ২৮ এপ্রিল রাতে চট্টগ্রাম নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে হেফাজতের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে আটক করে র্যাব-৭।
থানা পুলিশ গত ২৬ ও ২৭ মার্চ হাটহাজারীজুড়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা তিন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে।
২৯ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারীর সহিংসতার মামলায় তাকে কারাগারে পাঠান চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরার আদালত।
মুফতি হারুন ইজহার ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলামের ছেলে।