police operation: নবাবগঞ্জে ৪ জন পলাতক আসামী আটক
দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা ৪ জন পলাতক আসামীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার গিলাঝুঁকি কুষ্টিয়া পাড়ার মৃত মালু শেখের ছেলে মোঃ বাবুল শেখ (৩৮) জিআর নং ২৩৭/১৯ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী, ভাদুরিয়া বাজারের মৃত ইউনুস আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম (৪০) জিআর নং ৬১১/২০ এর ওয়ারেন্ট ভক্ত পলাতক আসামী, ধিয়াসের জামাল উদ্দিনের ছেলে শামসুল আলম জিআর নং-১৬৮/১৫ এর পলাতক আসামী, মৃত মোজাহার আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৬৮)।
গত ২৪শে জানুয়ারি বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার মিডিয়া অফিসার বিভুতী ভূষণ রায়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, ওয়ারেন্ট জারী পলাতক আসামী আটকে পুলিশের এ বিশেষ অভিযান নিয়মিত অব্যাহিত থাকবে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।