khulna: ডুমুরিয়ায় ব্র্যাকের সেলপ কর্মসূচীর আওতায় এলামনাই কমিটি গঠিত
খুলনার ডুমুরিয়ায় ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর আওতায় কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের কাজ সঠিক ভাবে পরিচালনার জন্য এলামনাই কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার(২৫জানুয়ারী) সকালে ব্র্যাক ডুমুরিয়া উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান,ডিওয়াইএম শিখা রাণী, এরিয়া ম্যানেজার মোঃ জামাল হোসেন,ডুমুরিয়া ব্রাঞ্চ ম্যানেজার শিব দাস প্রমূখ। কমিটি গঠন অনুষ্ঠানে মুন্না বিশ্বাসকে সমন্বয়কারী, ফয়সাল আহম্মেদ ও আফসানা মীম কে সহ-সমন্বয়কারীসহ অন্যানদের নিয়ে কমিটি গঠন করা হয়। সভায় আরএইচআর এম-১ এবং ২ প্রকল্পের ১৮ জন এবং দি হাঙ্গার প্রজেক্ট হতে ২ জন যুব প্রতিনিধি অংশ গ্রহন করেন।