winter clothes: ডুমুরিয়ার ভান্ডারপাড়ায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
পেশাজীবী সামাজিক সংগঠন ডুৃমুরিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে আজ রোববার ভান্ডারপাড়া ইউনিয়নে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃবিশ্বাস আখতার হোসেন ও সভাপতি অধ্যক্ষ আঃ রশীদ মোড়লের সম্মতিক্রমে কম্বল বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন বান্দা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৌমেন মন্ডল।
ডুৃমুরিয়া ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেবপ্রসাদ বিশ্বাসের তত্বাবধায়নে এবং সাধরণ সম্পাদক শামীম আহমেদ বাপ্পী ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সমন্বয়ক সহ-সভাপতি রবিউল ইসলাম বাবুর সার্বিক দিকনির্দেশনায়
সার্বিক সহযোগীতায় ছিলেন লবিত্র বিশ্বাস, মেম্বর সনজয় বিশ্বাস, দিপংকর মিস্ত্রি, অশোক গোলদার, ফজলে,আশীষ রাহা প্রমুখ।