Mymensingh: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (২৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করেন।
করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ার পর গত শুক্রবার দুই সপ্তাহের জন্য সব ধরনের স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। সেই সাথে বিশ্ববিদ্যালয় গুলোকে স্ব স্ব বিশ্ববিদ্যালয় অনুযায়ী পদক্ষেপ নিতে বলা হয়েছে।
পরে জাতীয় বিশ্ববিদ্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।”
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা না হলেও তাদের বয়স চলে যাচ্ছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা কিন্তু বাড়ছে না। টিকা কার্ড দেখিয়ে সবকিছু চলমান থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ হবে?
তারা আরও বলেন, স্নাতক পাশ করতেই ২৭ বছর চলে যাচ্ছে, তাহলে চাকরি কখন হবে? পরিবারের হাল ধরা প্রয়োজন। পড়াশোনার খরচ চালাতে পরিবার এখন হিমশিম খাচ্ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার আবেদন জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে উপস্তিতি ছিলেন আনন্দমোহন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।মানববন্ধনে বক্তব্য দেন সাজ্জাদুল সজিব, মাসুম বিল্লাহ, আবু সাঈদ, শরীফ আহম্মেদ, আক্রাম হোসেন, শাহনাজ পারভিন নুপুর, ফারহানা মোহনা, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী রাহিমা রুহি, ফারিয়া আক্তার কেয়া, তমালিকা সাহা, মুক্তা সাহা, সাবিহা নাজনীন প্রমুখ শিক্ষার্থীবৃন্ধ।