Satkhira: শ্যামনগরে গত এক সপ্তাহে তিন জন করোনা আক্রান্ত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত এক সপ্তাহে তিন জন করোনা পজেটিভ হয়েছেন। তিন জনের মধ্যে দুই জন পুরুষ ও এক জন নারী রয়েছেন।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে প্রকাশ, কোভিড-১৯ শুরু থেকে এ পর্যন্ত ২,৮০৫টি স্যাম্পল কালেকশন করা হয়েছে। তার মধ্যে ৬৭৩ জন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অজয় কুমার সাহা বলেন, দিনে দিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এ কারণে কোভিডের উপসর্গ দেখা গেলে শ্যামনগর হাসপাতালে সরকারি নিয়ম মেনে পরীক্ষা করার জন্য আহব্বান জানিয়েছেন। এ ছাড়া তিনি সকলকে স্বাস্থ্য বিধি মানা ও সরকারি নিদের্শনা মেনে চলার কথা বলেছেন।