Drug dealer arrested: ময়মনসিংহে আড়াই হাজার পিচ ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৩
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে আড়াই হাজার পিচ ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। শনিবার রাতে এই অভিযান পরিচালিত হয়। এই সময়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে শনিবার রাতে পৃথক অভিযানে আড়াই হাজার পিচ ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে।
এর মাঝে এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর বলাশপুর হাক্কানী মোড় থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
তারা হলো, কেওয়াটখালী ময়নার মোড়ের এনামুল হাসান ওরফে রনি ও মোঃ রামিম।
অপর অভিযানে এসআই ইকবাল হোসেন ভালুকার হবিরবাড়ী এলাকা থেকে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী আবু জাহেরকে গ্রেফতার করে। সে নারায়াণগঞ্জের সোনারগাও পৌরসভার চিলার বাগ এলাকার মৃত আবু দাউদ প্রধানের ছেলে বলে পুলিশ জানায়। ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।