Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৩/০১/২০২২ ১১:৪৮এ এম

Corona Update: করোনায় আরও ১৪ জনের মৃত্যু,শনাক্ত ১০ হাজার ৯০৬ জন

Corona Update: করোনায় আরও ১৪ জনের মৃত্যু,শনাক্ত ১০ হাজার ৯০৬ জন
ad image
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১০ হাজার ৯০৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৯ শতাংশ। শনিবার শনাক্তের হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টার মৃত্যু নিয়ে এ পর্যন্ত করোনায় দেশে মোট ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হলো। আর শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৫ হাজার ৫১ জনের। পরীক্ষা হয় ৩৪ হাজার ৮৫৪টি নমুনা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয় জন পুরুষ এবং আট জন নারী। বিভাগ ভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে মারা গেছেন পাঁচ জন। চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে মারা গেছেন। আর খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে মারা গেছেন একজন করে।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ