Violation of law: খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘন করায় ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সিকদার শাহিনুর রহমানের নেত্বেতে আজ রোববার(২৩জানুয়ারী) জেলার বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন বাজার এলাকায় তদারকি করা হয়।
এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘণ করায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এছাড়া কয়েকটি পয়েন্টে টিসিবির ট্রাক সেল কার্যক্রম তদারকি করা হয়।
ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন, কৃষি বিপনন কর্মকর্তা ও ক্যাব প্রতিনিধি, খুলনা।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে দপ্তর সূত্রে জানা গেছে।