Drug dealer: লোহাগাড়ায় ২ মাদক কারবারী আটক
চট্টগ্রামের লোহাগাড়ায় দু’ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দিনগত রাতে বিশেষ অভিযানে এদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০লিটার চোলাইমদ ও ১হাজার ৫০০পিস ইয়াবা জব্দ করা হয়।
নবাগত ওসি মুহাম্মদ আতিকুর রহমান, এসআই গোলাম কিবরিয়া, এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। আটকরা হল উপজেলার ধর্মপুর জলদাশ পাড়ার নিলু কান্তি জলদাশের পুত্র শিশু জলদাশ (৫০) ও কক্সবাজারের কুতুবপালং এলাকার নুর মুহাম্মদের পুত্র মো: নুর খায়ের (২১)।
ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান চালিয়ে নুর মুহাম্মদের কাছ থেকে ১হাজার ৫০০পিস ইয়াবা ও একই স্পটে শিশু জলদাশের কাছ থেকে ৩০লিটার চোলাইমদসহ আটক করি।
আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ রবিবার সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।