M. A. S. ENAMUL MOBIN (SOBUJ) - (Dinajpur)
প্রকাশ ২৩/০১/২০২২ ১১:১০এ এম

covid 19: দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু! ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩৪ : সুস্থ্য ৭

covid 19: দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু! ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩৪ : সুস্থ্য ৭
ad image
মহামারী(কোভিড-১৯) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্ত ৩৪ : সুস্থ্য ৭ জন।

আজ রোববার (২৩ জানুয়ারী) দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ।

২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ দিলেন ২৯১ জন।

গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় নতুন করে আরও ৩৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৮ জন সদর উপজেলার বাসিন্দা। এছাড়া বিরলে ৫, বিরামপুর ৪, বীরগঞ্জ ১, বোচাগঞ্জ ২,চিরিরবন্দর ১, ফুলবাড়ী ১, কাহারোল ১ এবং বাকি ১ জন পার্বতীপুর উপজেলার বাসিন্দা।

দিনাজপুর জেলায় এখন পর্যন্ত ১৫ হাজার ২৩২ জন করোনা রোগী শনাক্ত হলো। এছাড়া একই সময়ে এই মহামারীকে জয় করে বাড়ি ফিরেছেন জেলার ৭ জন করোনা রোগী। এ নিয়ে করোনা জয় করলেন দিনাজপুর জেলার ১৪ হাজার ৬৩২ জন করোনা রোগী।

আর বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন জেলার ৩০৯ জন করোনা রোগী।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ