KMP: কেএমপি'র অভিযানে গাঁজা ইয়াবাসহ গ্রেপ্তার-২
খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) মাদক বিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজা এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার কেএমপি সূত্র জানিয়েছে,গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী খুলনা সদর থানার টুটপাড়া এলাকার মোঃ বাপ্পি মোল্লা(২৪)এবং খালিশপুর থানার রাজধানী মোড় এলাকার মোঃ হাসান হাওলাদার(২১)কে খুলনা মহানগরীর খুলনা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট আলামাত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রুজু করা হয়েছে।