Pamela Anderson: ৫ম বিয়েও ভাঙনের পথে পামেলার
২০২০ সালে পঞ্চমবারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন হলিউডের ‘বেওয়াচ’খ্যাত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। কিন্তু এবারো সংসার টিকছে না তার। ইতোমধ্যে বিচ্ছেদ চেয়ে আবেদনও করেছেন অভিনেত্রী।
জানা যায়, পঞ্চম স্বামী বডিগার্ড ড্যান হেহার্স্টকে বিয়ের আগে তার সঙ্গে লুকিয়ে কয়েক মাস প্রেম করেছেন পামেলা। এরপরেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা।
পামেলা প্রথম বিয়ে করেন ১৯৯৫ সালে। প্রথম স্বামী টমি লির সঙ্গে ১৯৯৮ সাল পর্যন্ত সংসার করেন তিনি। সেই সংসারে তার ব্র্যান্ডন থমাস লি এবং ডিলাম জ্যাগার লি নামের দুই ছেলে রয়েছে।
এরপর মডেল মার্কাস শেকেনবার্গের সঙ্গে সম্পর্কে জড়ান পামেলা। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ২০০৬ সালে কিড রককে বিয়ে করেন তিনি। এক বছর পরেই রকের সঙ্গে বিচ্ছেদ হয়। একই বছর রিক সলোমনকে বিয়ে করলেও ২০০৮ সালে দু’জনেই পথ দুই দিকে বেঁকে যায়।
এরপর পামেলা প্রযোজক জন পিটারসকে বিয়ে করে নতুন করে সংসার সাজান। তবে পামেলা আর জন পিটারসের ঘর ২০২০ সালে ভেঙে যায়। এরপরেই নিজের বডিগার্ড ড্যান হেহার্স্টকের সঙ্গে সম্পর্কে জড়ান।