Corona ctg: চট্টগ্রামে একদিনে ১,০২৬ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি। এসময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ১১ হাজার ১২৩ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ৩৪৩ জন।
আজ রবিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২,৬৫৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৮.৬৪ শতাংশ।শনাক্তদের মধ্যে ৮২২ জন নগরীর ও ২০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।