Injuries: কলারোয়া জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন জখম
সাতক্ষীরার কলারোয়া জমা জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন জখম হয়েছে।
গতকাল শনিবার (২২জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামের ওই ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্ত আহত কৃষক ইমাম হোসেন (৫০) জানান- উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাকসায় তাদের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে প্রতিপক্ষ শিমুল, পলাশ, সামসুর নহারের সাথে বিরোধ চলে আসছে।
এর জের ধরে শনিবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তারা লাঠি সোটা নিয়ে হামলা করে ইমাম হোসেন (৫০), মনোয়ারা খাতুন (৪০) ও মাসুরা খাতুন (১৮) কে ধরে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে।
তাদের আহত অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদের মধ্যে কৃষক ইমাম হোসেনের অবস্থা আশংকা জনক।