Satkhira: শ্যামনগর উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা
শনিবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগ শ্যামনগর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষক লীগের উপজেলা সভাপতি এ,বি,এম মনজুর এলাহীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বিশ্বজিৎ সাধু ।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব মোঃ মনজুর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকলীগ সাতক্ষীরা জেলার সদস্য মোঃ রফিকুল ইসলাম। সভায় কৃষকলীগ শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শ্যামনগর উপজেলার ইউনিয়ন সম্মেলন প্রস্ততি কমিটি সভায় তৈরী করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষকলীগ শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস।