Judo competition: জাতীয় জুডোতে সেরা বিকেএসপি ও আনসার
বাংলাদেশ জুডো ফেডারেশন আয়োজিত দুই দিনব্যাপী ৩৭তম জাতীয় জুডো প্রতিযোগিতা শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেষ হয়েছে। প্রতিযোগিতার পুরুষ বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও নারী বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ আনসার।
পুরুষ বিভাগে বাংলাদেশ আনসার ৪ স্বর্ণ ও ৪ ব্রোঞ্জ পদক পেয়েছে। এই বিভাগে রানার্সআপ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা পেয়েছে ৩ স্বর্ণ এবং দুটি করে রৌপ্য ও ব্রোঞ্জ।
নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ আনসার পেয়েছে ৫ স্বর্ণ, ৩ রৌপ্য ও ৪ ব্রোঞ্জ। এই বিভাগে রানার্সআপ হওয়া বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ১ স্বর্ণ ও দুটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ফয়জুর রহমানসহ অন্য কর্মকর্তাগণ।