পরীক্ষার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবিলম্বে সব পরীক্ষা কার্যক্রম চালু ও পরীক্ষার তারিখ ঘোষণার দাবি জানিয়েছে তারা।
আজ রাজশাহী, চট্টগ্রাম, কুড়িগ্রাম, লালমনিরহাট, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। আগামীকালও দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি পালনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিয়ে আসছিল। ইতিমধ্যে অনার্স শেষ বর্ষের ছয়টি পরীক্ষা শেষ হয়েছে। মাত্র তিনটি পরীক্ষা বাকি আছে। এরই মধ্যে চলমান পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।’
শিক্ষার্থীদের দাবি দেশে এখন সব ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কার্যক্রম চলমান। শুধু পরীক্ষা স্থগিত কেন? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন? তাদের স্বপ্ন দ্রুত পরীক্ষা শেষ করে কর্মস্থলে গিয়ে পরিবারের হাল ধরবেন।
আন্দোলনরত কুড়িগ্রাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী নাজমুল হক বলেন, ‘আমাদের পরীক্ষা চলছিল, চলবে । করোনা অজুহাতে আমাদের দু’বছর চলে গেছে। যেখানে আমাদের মাস্টার্স শেষ হওয়ার কথা সেখানে আমরা এখনও অনার্সই শেষ করতে পারিনি।’
কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শণ বিভাগের শিক্ষার্থী মোবারক হোসেন বলেন, ‘ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা বিভ্রান্তিতে আছি। কবে নাগাদ অনার্স পাস করব? কবে চাকরিতে যোগ দেব?আমাদের সপ্ন পূরনের জন্য প্রয়োজনে আরও কঠোর আন্দোলন করা হবে’।
উল্লেখ্য, গতকাল শুক্রবার করোনাভাইরাসের বিস্তার রোধে স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের চলমান পরীক্ষাও স্থগিত করে দেয় কর্তৃপক্ষ।