Md. Abu Raihan
প্রকাশ ২২/০১/২০২২ ১০:৫৫এ এম

Accident: জয়পুরহাটে বাস ও পিকআপের  মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Accident: জয়পুরহাটে বাস ও পিকআপের  মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ad image
জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের মাট‌ির ঘড় শালবন এলাকায় শনিবার সকালে হানিফ পরিবহনের বাস ও  পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক মাসুদ রানা (৩৬) নিহত ও চালকের সহকারী মনোরঞ্জন (৩৮) গুরুতর আহত হয়েছে।

নিহত পিকআপ চালক চাঁপাই নবাবগঞ্জ সদরের বাসিন্দা এবং আহত সহকারী গোমস্তাপুরের বাসিন্দা।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোদ্দার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হিলি থেকে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে এবং রংপুর থেকে ছে‌রে আসা মাছের পিকআপ জয়পুরহাটে উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাটির ঘড় (শালবন) এলাকায় হানিফ পরিবহন বাস মাছ-বহনকারী পিকআপ ঘন-কুয়াসায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত এবং সহকারী গুরুতর আহত হয়। 

পরে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়

ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মন্ডল জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং  তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ