Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২২/০১/২০২২ ০৯:৫৪এ এম

SUST: এবার প্রতীকী লাশ নিয়ে কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের অবস্থান

SUST: এবার প্রতীকী লাশ নিয়ে কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের অবস্থান
ad image
শাহাজালাল বিশ্ববিদ্যালয়ে কাফনের কাপড় পরে অবস্থান করছে শিক্ষার্থীরা। তাদের দাবি, অনশনে শুধু ২৩ শিক্ষার্থী নয়। ভিসি পদত্যাগ না করলে তারাও অনশনে যাবেন।

এ সময় তারা সামনে প্রতীকী লাশ নিয়ে অবস্থান শুরু করে।

শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে অবস্থান শুরু করে তারা। এরপর গোল চত্তর থেকে মৌন মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অবস্থানে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, অনশনে যে ২৩ জন আছেন আমরা তাদের সঙ্গে আছি। দাবি আদায়ে আমরা অনড় থাকব। দাবি না আদায় হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। অনশনকারী অনেকের অবস্থা খারাপ। তাদের চিকিৎসা প্রয়োজন। আমাদের লাশের ওপর দিয়ে ভিসির যেতে হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কেউই খাবার ও পানীয় গ্রহণ করেননি এই দীর্ঘ সময়ে। ফলে আরো একজনের স্বাস্থ্যের অবনতি ঘটেছে।

অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যেএখন পর্যন্ত ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কেউ কেউ চিকিৎসা নিয়ে ফিরে আবারো অনশনে যুক্ত হয়েছেন বলে জানা গেছে। সুস্থ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ