Accident: ইজিবাইক ও মোটর সাইকেল সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
গাজীপুর জেলার কালীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় মাসুম মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
গাজীপুর-ইটাখোলা বাইপাস সড়কের কালীগঞ্জ-চরসিন্দুর ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘাটে।নিহত মাসুম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার নশেরা গ্রামের ফটিক মিয়ার ছেলে।কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিকেলে দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।