Accident: জয়পুরহাটে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১
জয়পুরহাটের ক্ষেতলালে হানিফ পরিবহনের বাস ও মালিহা ট্রান্সপোর্ট নামে এক পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৬) নামের একজন নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন একজন পিকআপ ভ্যনের হেলপার৷
শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় জয়পুরহাট টু মোকামতলা আঞ্চলিক মহাসড়কের ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷
নিহত মাসুদ রানা দুঘটনাকবলিত পিকআপ ভ্যনের চালক তিনি চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। আহত হেলপার গোমস্থাপুরের বাসিন্দা বিশ্বনাথ হালদার এর ছেলে মনোরঞ্জন (৩৮) তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে৷
জয়পুরহাট ফায়ার সাভির্স সিভিল ডিফেন্সের উপ- সহকারি পরিচালক শওকত আলী জোয়দ্দার বলেন হিলি থেকে ছেরে আসা একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় অপর দিকে থেকে মাছ বিক্রি করে ওই পিকআপ জয়পুরহাটের দিকে যাচ্ছিলো পথমধ্যে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ক্ষেতলাল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানান শওকত আলী জোদ্দার।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।