Police raids: ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১২
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১২জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে বিভিন্ন অপরাধে গত ২৪ ঘন্টায় ১২ জন জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে খাগডহর ঘুন্টী বাজার থেকে আব্দুল্লাহ আল মামুন ও নাসির হোসেনকে জাল জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন ধরণের কম্পিউটরি ডিভাইজসহ গ্রেফতার করে।
এছাড়া এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে আরেকটি টীম চরপাড়া মোড় থেকে ডাকাতির চেস্টা পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী হাসান ও আল আমিনকে গ্রেফতার করে।
এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস এলাকা থেকে চুরি পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী রফিকুল ইসলাম এবং সিআর মামলায় সাজাপ্রাপ্ত ২জন জিআর মামলায় পরোয়ানাভূক্ত আরো ৫জনকে গ্রেফতার করে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।