Asashuni: আশাশুনি উপজেলা ডাকঘরের বেজ ঢালাই উদ্বোধন
আশাশুনি উপজেলা ডাকঘরের দ্বিতলা বিশিষ্ট ভবন পুনঃ নির্মান কাজের বেজ ঢালাই উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সকালে আশাশুনি সরকারি কলেজ রোডে ডাকঘরের নিজস্ব জমিতে পুরাতন ভবন অপসারণ করে পুনঃ নির্মান কাজের বেজ ঢালই কাজ উদ্বোধন করা হয়।
উপজেলার মানুষের সাথে ডাক যোগাযোগসহ ই-পোষ্ট অফিসের কার্যক্রম সুষ্ঠু পরিচালনার মাধ্যমে আধুনিক ডাক ব্যবস্থাপনার দ্বার উন্মোচনের লক্ষ্যে পুরতান জরাজীর্ণ ভবন অপসারণ করে নতুন ভবন পুনঃ নির্মান কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়। দ্বিতলা বিশিষ্ট ডাকঘরের পুনঃ নির্মান কাজের লক্ষ্যে বেজ ঢালাই কাজ শুরু করা হয়েছে।
আশাশুনি ও শ্যামনগর উপজেলা ডাকঘর পুনঃনির্মান এবং কালিগঞ্জ, দেবহাটা ও তালা উপজেলা ডাকঘর সংস্কারের জন্য সরকার ৩ কোটির অধিক টাকা বরাদ্দ দিয়েছেন। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সনেক্স এন্টারপ্রাইজ কাজের দায়িত্ব পেয়েছেন। পোস্ট অফিস পরিদর্শক আরিফুল ইসলাম ও ইঞ্জিনিয়ার রায়হান কবির কাজ তদারকি করছেন।