Lakshmipur: যানযট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করছে গ্রামপুলিশ
আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের পাশাপাশি গ্রামীন পর্যায়ে গ্রাম্যবাজার গুলোতে যানযট নিরসনে ও গ্রামীন আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে লক্ষ্মীপুরে কাজ করে যাচ্ছে গ্রাম পুলিশ।
শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজারে এক ঝাঁক গ্রাম পুলিশ যানযট নিরসনে মাঠ পর্যায়ে কাজ করতে দেখা গেছে।
লাহারকান্দি ইউপি গ্রামপুলিশের দফাদার আবুল বাসার বলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউনও) এর নির্দেশে আমরা পরিষদের ৯ জন গ্রাম পুলিশ নিয়মিত ভাবে গ্রামীন বাজার গুলোতে দায়িত্ব পালন করবো। যানযট নিরসনে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
উপজেলা প্রশাসন সূত্র হতে জানা যায় যে, ওমিক্রন ও করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি রোধে লক্ষ্মীপুর সদর উপজেলার সকল ইউনিয়নে গ্রামীন আইনশৃঙ্খলা ও যানযট নিরসনে গ্রামপুলিশদের নির্দেশনা দেওয়া হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে গ্রামীন আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে।