Drug dealer arrested: খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ফুলতলা থানা এলাকা হতে ৪০০ গ্রাম গাঁজাসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার(২১জানুয়ারী) ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,জেলা ডিবি পুলিশ ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ আজ সকাল ১০ টার দিকে ফুলতলা থানার যুগ্নিপাশা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার মাদক কারবারি মোঃ ইসমাইল হোসেন গাজী (২১)ও অভয় নগর থানার কোদলা এলাকার মোঃ রাসেদ হাসান ফকির (১৯)কে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে ডিবি অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জানান,ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।