Stamford University Bangladesh: "স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেল ''ড. মো.ইউনুস মিয়া"
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপ-উপাচার্য হিসেবে প্রফেসর ড. মো. ইউনুছ মিয়াকে নিয়োগ প্রদান করা হয়। তিনি ২০০৫ সাল থেকে টাঙ্গাইলের মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকেনোলজী বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স ও রিসোর্স ম্যানেজমেন্ট (ESRM) বিভাগে কর্মরত ছিলেন। তিনি লাইফ সায়েন্স ফ্যাকাল্টির ডীন ও এনভায়রনমেন্টাল সায়েন্স ও রিসোর্স ম্যানেজমেন্ট (ESRM) বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
ড. মো. ইউনুছ মিয়া ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি জাপানের ওকিনাওয়ার রিউকিউস বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফিসারিজ থেকে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেন। ড. মো. ইউনুছ মিয়া লন্ডনের স্টাবলিং বিশ্ববিদ্যালয় প্রথমবার এবং জাপানের কিওটো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বার পোস্ট ডক্টরেট করেন। দেশী বিদেশী বিভিন্ন জার্ণালে তাঁর শতাধিক প্রকাশনা রয়েছে।