MD. MOSHIUR RAHMAN - (Dhaka)
প্রকাশ ২১/০১/২০২২ ০৭:৪৩এ এম

DIU: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসি ক্লাবের কমিটি ঘোষণা

DIU: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসি ক্লাবের কমিটি ঘোষণা
ad image
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ)'তে ফার্মেসি ক্লাবের ২০২২ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত
হয়েছেন ফার্মেসি বিভাগের ২২ তম ব্যাচের ইলিয়াস আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ২২তম ব্যাচের মেহেদী
হাসান।

বৃহস্পতিবার (২০ জানুয়ারী) ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ফরিদা বেগম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।

২০ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটি’র অন্যান্য সদস্যরা হলেন:- সহ সভাপতি - সোহাগ মোল্লা, কোষাধ্যক্ষ- মোহাম্মদ আকাশ, সহকারী কোষাধ্যক্ষ-
শিহাব উদ্দিন, প্রচার সম্পাদক- মিহাদুল ইসলাম মিজান ও সাকিল আহমেদ।

ইভেন্ট আয়োজক পদে মোহাসিনা আক্তার বৃষ্টি ও মোহাম্মদ শাফায়েত হোসেন, সহকারী ইভেন্ট আয়োজক- মিনহাজ এবং নাঈম মাহমুদকে নির্বাচিত
করা হয়।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন , রিজবী, রিতু, ফারহান, আবিদ, আবদুল্লাহ,হাসান, আবির ও তামিম হাসান।

এসময় ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ফরিদা বেগম জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দক্ষ নেতৃত্ব এবং সম্ভাবনাময় আগামী গড়তে নতুন এই
কমিটি। আশা করছি শিক্ষার্থীবান্ধব এ কমিটিতে তারা ভালো কিছু উপহার দিবে।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ